songbadsongshad Headline Animator

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২


ডেসটিনি নিউজ
পেন্টাগন অ্যাসোসিয়েটসের উদ্যোগে গতকাল মগবাজারের ইস্কাটনে প্রোডাক্ট ডেমোনেস্ট্রেশন ট্রেনিংয়ের আয়োজন করা হয়। এতে ট্রেনিং পরিচালনা করেন ডেসটিনি গ্রুপের জিএম (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশন) সাইফুর রহমান চৌধুরী টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড এক্সিকিউটিভ হাসিবুল হক মামুন। পিএসডি রিয়াজউদ্দিন রাজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন _ডেসটিনি