আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২২
ডেসটিনি ডেস্কআফগানিস্তানে তিনটি আলাদা বোমা বিস্ফোরণে ২২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। হেরাত প্রদেশে গতকাল বৃহস্পতিবার রাস্তার পাশে পেতে রাখা একটি মো বিস্ফোরণে কমপক্ষে ২০ বাসযাত্রী নিহত হন, আহত হন ১২ জন। প্রদশিক পুলিশ প্রধানের মুখপাত্র নূর খান নিকজাদ একথা জানিয়েছেন। হেরাত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মহিউদ্দিন নুরি জানান, দুটি মিনিবাস স্থলমাইন বা রাস্তার পাশে পেতে অন্য কোনো বোমার বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে। নুরি আরো জানান, ওই এলাকায় আরেকটি বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। ওদিকে ন্যাটো নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিট্যান্স ফোর্স' (আইএসএএফ)'র মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ওয়েনি পেরি জানান, পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশে ন্যাটো পরিচালিত একটি ঘাঁটির প্রবেশ মুখে আত্মঘাতী বোমা হামলায় দুই আফগান নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। রয়টার্স
শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন