songbadsongshad Headline Animator

শনিবার, ২০ আগস্ট, ২০১১

No dua'a made to Allah Subhana Wa-ta Al'aa is ever wasted So keep asking by knocking the door of Allah.
Abu Hurairah narrates from Rasool-Allah , "In the court of Allah, there is no greater thing than duaa" (Ibn-e-Majah)


ডায়মন্ড এক্সিকিউটিভ জহিরুল ইসলামের শাহাদাতবার্ষিকী আজ

ডেসটিনি-২০০০ লিঃ-এর ডায়মন্ড এক্সিকিউটিভ জহিরুল ইসলামের তৃতীয় শাহাদাতবার্ষিকী আজ ২০ আগস্ট শনিবার। এ উপলক্ষে ডায়নামিক নেটওয়ার্কার অ্যাসোসিয়েটস ও মেগাস্টার নেটওয়ার্কার অ্যাসোসিয়েটসের যৌথ উদ্যোগে শহীদ জহিরুল ইসলামের সহধর্মিণী পিএসডি শাহনাজ ইসলামের হালি শহরের বাসভবনে মিলাদ মাহফিল, ইফতার অনুষ্ঠান, কবর জেয়ারত ও এতিমখানায় খাবার পরিবেশন করা হবে

Allhumdulilah For Everything!

Abu Hurayrah (radhiAllâhu `anhu) narrated that the Messenger (s.a.w) said: "Whoever stands (in qiyaam) in Laylat ul-Qadr and it is facilitated for him out of faith and expectation (of Allâh's reward), will have all of his previous sins forgiven." Al-Bukhârî and Muslim

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১


ডেসটিনি ডেস্ক
আফগানিস্তানে তিনটি আলাদা বোমা বিস্ফোরণে ২২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। হেরাত প্রদেশে গতকাল বৃহস্পতিবার রাস্তার পাশে পেতে রাখা একটি মো বিস্ফোরণে কমপক্ষে ২০ বাসযাত্রী নিহত হন, আহত হন ১২ জন। প্রদশিক পুলিশ প্রধানের মুখপাত্র নূর খান নিকজাদ একথা জানিয়েছেন। হেরাত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মহিউদ্দিন নুরি জানান, দুটি মিনিবাস স্থলমাইন বা রাস্তার পাশে পেতে অন্য কোনো বোমার বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে। নুরি আরো জানান, ওই এলাকায় আরেকটি বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। ওদিকে ন্যাটো নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিট্যান্স ফোর্স' (আইএসএএফ)'র মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ওয়েনি পেরি জানান, পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশে ন্যাটো পরিচালিত একটি ঘাঁটির প্রবেশ মুখে আত্মঘাতী বোমা হামলায় দুই আফগান নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। রয়টার্স

আন্তর্জাতিক
সিরিয়ায় বিদ্রোহীদের ওপর থেকে সকল প্রকার সামরিক অভিযান বন্ধ করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে এ বিষয়ে অবহিত করেছেন বলে জানিয়েছে জাতিসংঘ মুখপাত্র ফারহান হক। বিবিসি।
সকল প্রকার সামরিক অভিযান বন্ধে জাতিসংঘ মহসচিবের করা আহবানের বিপরীতে প্রেসিডেন্ট বাশার এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানায় ওই মুখপাত্র।

রবিবার, ৭ আগস্ট, ২০১১

thexyznetwork