songbadsongshad Headline Animator

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৩

হরতাল সমর্থনে


হরতাল সমর্থনে রাজাধানীর হাজারীবাগ থানা জামায়াত হামিদুর রহমান আযাদের নেতৃত্বে মিছিল করেছে।
মিছিল শেষে সংক্ষিপ বক্তব্যে আবারো লাগাতার হরতালের হুমকি। তিনি বলেন ৭১ এ যারা অপরাধ করেছে তাদের মাফ করে দিয়ে যারা নিরপরাধ তাদের আজ বিচারের কাঠগড়ায় দাড় করিয়েছে সরকার ।
তিনি বলেন আব্দুল কাদের মোল্লার রায় ঘোষনা হলে লাগাতার হরতাল দেয়া হবে।
৫.২.২০১৩

হরতাল


আজকের হরতাল সমর্থনে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী কলেজ শাখা ছাত্রশিবির সকাল সাড়ে সাতটায় ঢাকা চাটখিল মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে...

এদিকে সোমবার রাতে বেগমগঞ্জ থানা শিবিরের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন সভাপতিকে পুলিশ আটক করেছে
@[300678516626223:274:ব্রেকিং] নোয়াখালী: হরতাল আপডেট

আজকের হরতাল সমর্থনে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী কলেজ শাখা ছাত্রশিবির সকাল সাড়ে সাতটায় ঢাকা চাটখিল মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে... 

এদিকে সোমবার রাতে বেগমগঞ্জ থানা শিবিরের সাংগঠনিক সম্পাদক  ও ইউনিয়ন সভাপতিকে পুলিশ আটক করেছে

পুলিশের বাধায় মিছিল পণ্ড আটক

রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে জামায়াত শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এসময় কাঁচাবাজার সংলগ্ন স্থান থেকে ২ জনকে ও টেলিভিশন ভবনের কাছ থেকে আরো ২ জনকে আটক করেছে পুলিশ।

হরতাল আপডেট

হরতাল আপডেট
পুরান ঢাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ
রাজশাহীতে ৮ শিবির কর্মী আটক
রাজধানীর শেওড়াপাড়ায় জামায়াত শিবিরের মিছিল

{তিরমিযী , হাদিস


হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি: আল্লাহ্ তা'আলা বলেছেন: হে আদম সন্তান! যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে (ক্ষমা) চাইবে, তুমি যা করেছ তা আমি ক্ষমা করে দেব, আর আমি কোন কিছুর পরোয়া করি না। হে আদম সন্তান! তোমার গোনাহ্ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান! যদি তুমি পৃথিবী প্রমাণ গোনাহ্ নিয়ে আমার কাছে আস এবং আমার সঙ্গে কোন কিছুকে শরীক না করে দেখা কর, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে দেখা করবো।

{তিরমিযী , হাদিস নং-৩৫৪০}


## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।
হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি: আল্লাহ্ তা'আলা বলেছেন: হে আদম সন্তান! যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে (ক্ষমা) চাইবে, তুমি যা করেছ তা আমি ক্ষমা করে দেব, আর আমি কোন কিছুর পরোয়া করি না। হে আদম সন্তান! তোমার গোনাহ্ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান! যদি তুমি পৃথিবী প্রমাণ গোনাহ্ নিয়ে আমার কাছে আস এবং আমার সঙ্গে কোন কিছুকে শরীক না করে দেখা কর, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে দেখা করবো।

{তিরমিযী , হাদিস নং-৩৫৪০}


## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।

বমির দাম দেড় কোটি টাকা! তাও তিমির বমি


বমির দাম দেড় কোটি টাকা! তাও তিমির বমি। আর এই তিমির বমিতেই কপাল খুলে গেছে উত্তর ব্রিটেনের কেন উইলম্যানের। সকালে সমুদ্র তীরে হাঁটতে বেরিয়ে উইলম্যান ফুটবলের মতো কিছু একটার পাশ কাটিয়ে চলে যান। এই ফুটবলসদৃশ বস্তু যে বহু মূল্যবান তিমির বমি সেটা তিনি না বুঝলেও তার কুকুর হয়তো ঠিকই বুঝেছিল। তাই সেটার কাছে গিয়ে কুকুরটি খোঁচাখুঁচি শুরু করে। কুকুরের আগ্রহ দেখে উইলম্যানও হাতের লাঠি দিয়ে খোঁচা দেন গোলাকার বস্তুটিতে। আর তাতেই বেরিয়ে আসে ভয়ানক দুর্গন্ধ। নাক চাপা দিয়ে বাড়ি চলে গেলেও মনটা খুঁতখুঁত করতে থাকে তার। হাজার হোক ‘লক্ষ্মী’ বলে কথা! সেই আগ্রহ থেকে ইন্টারনেটে সার্চ দিতেই জানলেন ফুটবলের মতো গোলাকার বস্তুটি আসলে তিমির বমি। দুষ্প্রাপ্য এই জিনিসটি সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছে যার খুবই চাহিদা। এরপর আর এক মুহূর্ত দেরি করেননি তিনি। সোজা ছুট লাগালেন তিমির বমির কাছে। নিয়ে এলেন বাড়িতে। তিমির বমিকে বলা হয় অ্যাম্বারগ্রিস। বমিটি প্রাথমিক অবস্থায় নরম থাকলেও ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। শুরুর দিকে জান বের করা দুর্গন্ধ থাকলেও ধীরে ধীরে তা থেকে সুগন্ধ বের হতে থাকে। বমি যত পুরনো হতে থাকে সুগন্ধও তত বাড়তে থাকে। এক সময় বমি থেকে বের হতে থাকে কস্তুরির মতো সুঘ্রাণ। আর তাতেই তিমির বমি হয়ে সুগন্ধি প্রস্তুতকারকদের কাছে হয়ে উঠেছে কদরের বস্তু। এরই মধ্যে উইলসনের কাছে বমিটি কেনার জন্য এক ফরাসি ব্যবসায়ী দাম হাঁকিয়েছে ৫০ হাজার ইউরো। বাংলাদেশী মুদ্রায় যার দাম প্রায় দেড় কোটি টাকা। তবে নিলাম হলে দাম গিয়ে ঠেকতে পারে তিন কোটি টাকায়। সত্যিই, স্রষ্টার কোনো সৃষ্টিকেই অগ্রাহ্য করা যায় না! সূত্র : স্কাই নিউজ।
বমির দাম দেড় কোটি টাকা! তাও তিমির বমি। আর এই তিমির বমিতেই কপাল খুলে গেছে উত্তর ব্রিটেনের কেন উইলম্যানের। সকালে সমুদ্র তীরে হাঁটতে বেরিয়ে উইলম্যান ফুটবলের মতো কিছু একটার পাশ কাটিয়ে চলে যান। এই ফুটবলসদৃশ বস্তু যে বহু মূল্যবান তিমির বমি সেটা তিনি না বুঝলেও তার কুকুর হয়তো ঠিকই বুঝেছিল। তাই সেটার কাছে গিয়ে কুকুরটি খোঁচাখুঁচি শুরু করে। কুকুরের আগ্রহ দেখে উইলম্যানও হাতের লাঠি দিয়ে খোঁচা দেন গোলাকার বস্তুটিতে। আর তাতেই বেরিয়ে আসে ভয়ানক দুর্গন্ধ। নাক চাপা দিয়ে বাড়ি চলে গেলেও মনটা খুঁতখুঁত করতে থাকে তার। হাজার হোক ‘লক্ষ্মী’ বলে কথা! সেই আগ্রহ থেকে ইন্টারনেটে সার্চ দিতেই জানলেন ফুটবলের মতো গোলাকার বস্তুটি আসলে তিমির বমি। দুষ্প্রাপ্য এই জিনিসটি সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছে যার খুবই চাহিদা। এরপর আর এক মুহূর্ত দেরি করেননি তিনি। সোজা ছুট লাগালেন তিমির বমির কাছে। নিয়ে এলেন বাড়িতে। তিমির বমিকে বলা হয় অ্যাম্বারগ্রিস। বমিটি প্রাথমিক অবস্থায় নরম থাকলেও ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। শুরুর দিকে জান বের করা দুর্গন্ধ থাকলেও ধীরে ধীরে তা থেকে সুগন্ধ বের হতে থাকে। বমি যত পুরনো হতে থাকে সুগন্ধও তত বাড়তে থাকে। এক সময় বমি থেকে বের হতে থাকে কস্তুরির মতো সুঘ্রাণ। আর তাতেই তিমির বমি হয়ে সুগন্ধি প্রস্তুতকারকদের কাছে হয়ে উঠেছে কদরের বস্তু। এরই মধ্যে উইলসনের কাছে বমিটি কেনার জন্য এক ফরাসি ব্যবসায়ী দাম হাঁকিয়েছে ৫০ হাজার ইউরো। বাংলাদেশী মুদ্রায় যার দাম প্রায় দেড় কোটি টাকা। তবে নিলাম হলে দাম গিয়ে ঠেকতে পারে তিন কোটি টাকায়। সত্যিই, স্রষ্টার কোনো সৃষ্টিকেই অগ্রাহ্য করা যায় না! সূত্র : স্কাই নিউজ।

বিশাল সমাবেশ


চট্টগ্রামে জামায়াতে বিশাল সমাবেশ
জামায়াত নেতাদের মুক্তি না দিলে দেশ অচল করে দেয়ার ঘোষনা

বগুড়ায় তিন নেতাকর্মী নিহত, জ্বালানী তেলসহ নিত্যাপণ্যের দাম বৃদ্ধি, তত্ত্বাবধয়াক সরকার পুনর্বহাল, ট্রাইব্যুনাল বাতিল ও জামায়াত নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ আহবান করে জামায়াত।
চট্টগ্রামে জামায়াতে বিশাল সমাবেশ
জামায়াত নেতাদের মুক্তি না দিলে দেশ অচল করে দেয়ার ঘোষনা

বগুড়ায় তিন নেতাকর্মী নিহত, জ্বালানী তেলসহ নিত্যাপণ্যের দাম বৃদ্ধি, তত্ত্বাবধয়াক সরকার পুনর্বহাল, ট্রাইব্যুনাল বাতিল ও জামায়াত নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ আহবান করে জামায়াত।

জামায়াত শিবিরের ডাকা হরতালের

মঙ্গলবার সারাদেশে জামায়াত শিবিরের ডাকা হরতালের আগেরদিন রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক বাস যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার রাত ১০টার পরপরই উত্তরা থানার ২০০গজ সামনেই তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।আগুন লাগার ঘটনায় বাসযাত্রীরা সবাই নেমে যেতে পারলেও একজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ওই যাত্রীর পরিচয় জানা যায়নি।

উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মিসারুল আরিফ এ খবর নিশ্চিত করেছেন।তবে তিনি যাত্রী নারী না পুরুষ তা জানাতে পারেননি। বয়স আনুমানিক ৩০-৪০ বছর হবে বলেও জানান তিনি।

এছাড়া রাত সাড়ে ১০টার দিকে আজিমপুরে ২৭ নং রুটের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।