songbadsongshad Headline Animator

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৩

হরতাল সমর্থনে


হরতাল সমর্থনে রাজাধানীর হাজারীবাগ থানা জামায়াত হামিদুর রহমান আযাদের নেতৃত্বে মিছিল করেছে।
মিছিল শেষে সংক্ষিপ বক্তব্যে আবারো লাগাতার হরতালের হুমকি। তিনি বলেন ৭১ এ যারা অপরাধ করেছে তাদের মাফ করে দিয়ে যারা নিরপরাধ তাদের আজ বিচারের কাঠগড়ায় দাড় করিয়েছে সরকার ।
তিনি বলেন আব্দুল কাদের মোল্লার রায় ঘোষনা হলে লাগাতার হরতাল দেয়া হবে।
৫.২.২০১৩

1 টি মন্তব্য: