songbadsongshad Headline Animator

শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৩

সুনান আত-তিরমিযী, হাদীস ২৩১৯



রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেন:

“তোমাদের কেউ কখনো এমন কথা বলে ফেলে যাতে আল্লাহ্‌ তা'আলা তার উপর অসন্তুষ্ট হন।
 সে কখনো ভাবতেই পারেনি কথাটি এমন এক মারাত্মক পর্যায়ে পৌছুবে;
 অথচ আল্লাহ্‌ তা'আলা উক্ত কথার দরুনই কিয়ামত পর্যন্ত তার উপর অসন্তুষ্টি অবধারিত করে ফেলেন।”

সুনান আত-তিরমিযী, হাদীস ২৩১৯

রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেন:

“তোমাদের কেউ কখনো এমন কথা বলে ফেলে যাতে আল্লাহ্‌ তা'আলা তার উপর অসন্তুষ্ট হন। সে কখনো ভাবতেই পারেনি কথাটি এমন এক মারাত্মক পর্যায়ে পৌছুবে; অথচ আল্লাহ্‌ তা'আলা উক্ত কথার দরুনই কিয়ামত পর্যন্ত তার উপর অসন্তুষ্টি অবধারিত করে ফেলেন।”

সুনান আত-তিরমিযী, হাদীস ২৩১৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন